বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে এসিল্যান্ডের অভিযানের চতুর্থ দিনেও সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায়

উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে এসিল্যান্ডের অভিযানের চতুর্থ দিনেও ৩টি মামলা ও নগদ ৩৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসনাত জাহান খান।

রবিবার (২১ এপ্রিল) দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং দূরপাল্লার গাড়িগুলোকে মহাসড়কে গতিসীমা মেনে চলতে সতর্ক করা হয়। এ সময় রুটপারমিট বিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান মোতাবেক বাস ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে নগদ ৩৫ শত টাকা জরিমানা আদায় করেন এবং ৩ টি মামলা দেয়া হয়েছে।

এছাড়া ৪ দিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp