বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে সরকারি ঘর দেয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা নিলেন ইউপি সদস্য মোজাম্মেল!

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুরে সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগকারী উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

রবিবার (১৬ আগস্ট) গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন দোসতিনা গ্রামের ছত্তার খা’র স্ত্রী বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মোজাম্মেল সরদার হত দরিদ্র বেগমকে ঘর দেয়ার বিনিময়ে নগদ ৫০ হাজার গ্রহণ করেছে। বেগম ব্র্যাক এনজিও হতে ঋণ নিয়ে ইউপি সদস্যকে ওই ৫০হাজার টাকা প্রদান করেন।

এব্যাপারে বেগম জানায়,‘ আমাকে সরকারি বরাদ্দের ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্য মোজাম্মেল ৭৫ হাজার টাকা দাবী করে। অনেক অনুরোধের পরে তিনি ৫০ হাজার টাকায় আমাকে ঘর দিতে রাজি হয়। এবং ৩ দিনের মধ্যে সেই টাকা পরিশোধের সময় বেধে দেয়।’

বেগম আরো জানায়, ‘কাজ কর্ম না থাকায় ভিক্ষা করে ব্র্যাক এনজিও’র ঋণের টাকা পরিশোধ করি।’

এব্যাপারে গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসু দেব জানান, ‘ইউপি সদস্যের বিরুদ্ধে একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp