বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠি বাস টার্মিনালে নেই যাত্রী ছাউনি, টয়লেট কিংবা বিশ্রামাগার

ঝালকাঠি প্রতিনিধি :: দেশের ৬৩টি জেলা শহরে আধুনিক বাস টার্মিনাল থাকলেও নেই ঝালকাঠিতে। ৩৩ বছর আগের জরাজীর্ণ আন্ত:জেলা বাস টার্মিনাল নিয়ে নাজেহাল বাস মালিক সমিতি ও যাত্রীরা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শীতে ধুলাবালিতে নাকাল সবাই। যাত্রীদের নেই কোন নিরাপত্তা, প্রতিনিয়তই কমবেশি হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা।

নেই যাত্রী ছাউনি, টয়লেট কিংবা বিশ্রামাগার। যেখানে সেখানে ময়লা ফেলায় দুর্গন্ধে নাজেহাল যাত্রী, বাস চালক ও শ্রমিকরা। খানাখন্দে ভরে গেছে টার্মিনাল এলাকা। সীমানা প্রাচীর না থাকায় চুরি হয়ে যায় বাসের যন্ত্রাংশ। জরাজীর্ণ টিকিট কাউন্টারগুলোতে বসে থাকাও দায়।

ঝালকাঠির সাথে ঢাকাসহ বিভিন্ন জেলার দুরপাল্লার বাসসহ অভ্যন্তরীন ৮ রুটে শতাধিকের বেশি বাস চলাচল করে। বেশিরভাগ দূরপাল্লার বাসই টার্মিনালে ঢুকতে না পেরে, যাত্রী ওঠা নামা করে রাস্তায়। এতে দুর্ঘটনাও বাড়ছে দিন দিন।

দেশের সব জেলায় আধুনিক বাস টার্মিনাল থাকলেও নেই ঝালকাঠিতে। তাই একটি আধুনিক বাস টার্মিনালের দাবি ঝালকাঠিবাসীর।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp