বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে একদিনে আরও ২৬ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় র‌্যাব-পুলিশ ও স্বাস্থকর্মীসহ নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৮৬৩ জন। একই সময়ে আক্রান্ত ৪৩ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ্য ২ হাজার ৭৫ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাড়িয়েছে মোট ৫২ জনে।

সোমবার (১৭ আগস্ট) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত কর হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ২ জন, বানারীপারা উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১ জন, গৌরনদী উপজেলায় ১ জন, বরিশাল নগরীর সাগরদী এলাকার ০৩ জন, সদর রোড এলাকার ২ জন, মুন্সী গ্যারেজ, বিএম কলেজ রোড, নতুন বাজার, কাশীপুর, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, এনএসআইয়ে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ২৬ জন রোগীর অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp