বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বাউফলে রিক্সা চুরি : ভুক্তভোগীকে চোর খোঁজার দায়িত্ব দিলো পুলিশ

মিশু সিকদার,স্টাফ রিপোর্টার :: পটুয়াখালীর বাউফলে ব্যাটারি চালিত রিক্সা চুরির ঘটনায় ভুক্তভোগী রিক্সা চালককেই চোর খোঁজার দায়িত্বে দিয়েছেন বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম।

রিক্সা চুরির ঘটনার দীর্ঘ ১২ দিন অতিবাহিত হলেও অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম লিখিত অভিযোগটি এজাহার করেনি।

ভুক্তভোগী রিক্সাচালক আতিকুর রহমান জানান, গত ২২ আগস্ট সন্ধ্যায় বাউফল পৌরসভা ভবন সংলগ্ন মুসলিম পাড়া সড়ক থেকে তার অটোরিক্সা চুরি হয়। ওইদিন রাতেই তিনি বাউফল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। পরেরদিন ২৩ আগস্ট সকাল গড়িয়ে বিকেল হওয়ার পরেও পুলিশ ঘটনাস্থলে না গেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান। পরবর্তীতে সন্ধ্যার দিকে এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। ভুক্তভোগীকে সাথে নিয়ে পৌর ভবনের সিসিটিভি ফুটেজ চেক করেন। অনেকটা ব্যস্ততা দেখিয়ে অল্প সময় পরেই থানায় চলে যায় তিনি। যাওয়ার সময়ে পৌর সচিব, পৌর উপ সহকারী প্রকৌশলী ও একজন সাংবাদিকের উপস্থিতিতে এসআই নজরুল ইসলাম ভুক্তভোগীকে রিক্সাটি খুঁজে দেখার পরামর্শ দেন এবং আশেপাশে অন্যকোনো বাড়ির সিসি ক্যামেরা আছে কিনা তাকে জানাতে বলেন। সেই থেকে আজ অবদি এসআই ভুক্তভোগীর সাথে কোনো যোগাযোগ করেনি এবং অভিযোগ তদন্ত করেনি।

ভুক্তভোগী রিক্সাচালক বলেন, দীর্ঘ ১২ দিন তিন শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। রিক্সা চালনা ছাড়া টাকা পয়সা আয়ের অন্য কোনো সোর্স নেই আমার। পুলিশকে ভয় পাই তাই বেশি কথা বলতে পারিনা। আশেপাশে কোথায় ক্যামেরা আছে আমি কিভাবে জানবো, এটাতো খুঁজে বের করা পুলিশের কাজ৷

এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, আমিতো তার রিক্সা চিনি না তাই তাকে খুঁজে দেখতে বলা হয়েছে। তবে আমার তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্ত হচ্ছে না এই অভিযোগ মিথ্যা।

মুঠোফোনে যোগাযোগ করা হলে, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক এ বিষয়ে এসআই মো. নজরুল ইসলামের সাথে কথা বলার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp