বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সিরিজ বাতিল হবে না, নতুন সূচি হতে পারে : বিসিবি সিইও

অনলাইন ডেস্ক :: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর প্রাক্কালে ভিন্ন আরেকটি খবরে ব্যতিব্যস্ত দেশের ক্রিকেট মহল। সোমবার বিকেলে হুট করেই জানা গেল, আগামী মাসের নির্ধারিত বাংলাদেশ সফরটি স্থগিত করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সফরটি এখনও স্থগিত হয়নি। দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

এদিকে সোমবার রাতে মুঠোফোন আলাপে নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন, কোনোভাবেই সফরটি বাতিল হবে না। যদি ইংল্যান্ড দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অর্থাৎ সেপ্টেম্বরে বাংলাদেশে নাও আসে, তাহলে এটির জন্য নতুন সূচি করা হবে।

বিসিবি সিইওর ভাষ্য, ‘এখানে আসল অবস্থা হলো ইংলিশদের বাংলাদেশ সফর কোনোভাবেই বাতিল না। আমাদের সঙ্গে ইসিবির কয়েকদিন ধরেই কথা হচ্ছে। ওদের খেলোয়াড়রা ব্যস্ত সূচির ভেতরে আছে। টানা খেলা আর বায়ো বাবলে থেকে ইংলিশ ক্রিকেটাররাও ক্লান্ত।’

‘যেমন আমাদের ক্রিকেটাররা বাবলে থেকে টানার খেলার মধ্যে রয়েছে। প্রায় বিরামহীন অবস্থায় খেলছে। সেই জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে শুরু হয়েছে। তারপর নিউজিল্যান্ড সফর। এরপর শ্রীলঙ্কা যাওয়া, শ্রীলঙ্কার ফিরতি বাংলাদেশে খেলতে আসা। তা শেষ করে জিম্বাবুয়ের সফরে যাওয়া। এখন আবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা।’

‘সব মিলে প্লেয়ারদের শারীরিক ও মানসিক অবস্থা খুবই চাপের মধ্যে রয়েছে। ইংল্যান্ডেরও একই অবস্থা। যেহেতু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মত বড় আসর আছে, তাই খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার চিন্তা থেকেই হয়তো তাদের এই সিদ্ধান্ত।’

‘যদি দুই বোর্ড সমঝোতায় পৌঁছতে পারে, তাহলে একটা সুবিধাজনক সময়ে এটা নতুন সূচিতে করা হবে। যদি সেটা করা যেতে পারে, তাহলেই সফরসূচিতে বদল আসবে, অন্যথায় না। যেহেতু ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের খেলাও আছে এর মধ্যে, তাই নির্ধারিত সময়ের মধ্যে নতুন সূচি করা যায়, তাহলে হবে। অন্যথায় বদল হবে না কোনো।’

‘এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক দিকেই আগাচ্ছে। তাদের সফর বাতিলের কোন সম্ভাবনাই নেই। এটা নতুন সূচিতে হতে পারে। বাতিলের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। যদি নতুন সূচি হয়, তাহলে সেরা সুনিশ্চিত তারিখসহ হবে। নয়তো যে সূচিতে আছে, সেভাবেই হবে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp