বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

অবশেষে বার্সার অনুশীলনে মেসি

অনলাইন ডেস্ক :: কি এক অস্বস্তিকর পরিস্থিতি! যে ক্লাবে থাকবেন না সাফ জানিয়ে দিয়েছেন, সেই ক্লাবের হয়েই অনুশীলনে নামতে হলো লিওনেল মেসিকে। রিলিজ ক্লজ জটিলতায় বার্সেলোনা ছাড়তে চেয়েও আটকে গেলেন আর্জেন্টাইন খুদেরাজ। ফলে ইচ্ছের বিরুদ্ধেই আরও এক বছর ন্যু ক্যাম্পে থাকতে হবে তাকে।

আর যেহেতু থাকতেই হবে, ইচ্ছে-অনিচ্ছার কথা ভেবে আর কি লাভ! পেশাদার ফুটবলে আবেগের জায়গা নেই। তাই বাধ্য হয়েই নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যমের খবর, দলবদলের নানা নাটকীয়তার পর আজই (সোমবার) প্রথম বার্সার অনুশীলনে দেখা গেছে তাকে।

নতুন মৌসুমকে সামনে রেখে বার্সেলোনা আরও এক সপ্তাহ আগেই শুরু করেছে প্রস্তুতি। তবে যেহেতু চলে যেতে চেয়েছিলেন, এ কারণে শুরুতে অনুশীলনে যোগ দেননি মেসি। ক্লাবের প্র্যাকটিস কিট পরিহিত ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকরের একটি ছবি টুইট করেছে বার্সা।

অনুশীলনে যোগ দেয়ার আগে নিয়মমতো রোববার করোনা টেস্ট করান মেসি। সেই টেস্টে ফল নেগেটিভ হওয়ায় সোমবার বিকেল ৩টা ৫৭ মিনিটে ক্লাব ফ্যাসিলিটিজে চলে আসেন বার্সেলোনার রেকর্ড গোলদাতা।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন মেসি। এরপর টানা ১১ দিন চলেছে দুই পক্ষের মধ্যে রশি টানাটানি। অবশেষে তার অবসান ঘটেছে এবং বিশ্বসেরা ফুটবলার ফিরেছেন বার্সার অনুশীলনে।

কাতালান ক্লাবটি প্রথম প্রাক প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে আগামী শনিবার, ন্যাস্টিক ডি ট্যারোগোনার বিপক্ষে। তবে ওই ম্যাচে মেসির না খেলারই সম্ভাবনা বেশি। কারণ, ম্যাচের আগে এক সপ্তাহ কম অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তিনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp