বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠির ৬ প্রতিষ্ঠানের লবণ ও লাচ্ছাসেমাই বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ‘নিরাপদ খাদ্য আইন’ অনুযায়ী ঝালকাঠির ৫টি প্রতিষ্ঠানের নিম্নমানের আয়োডিন লবণ ও ১টি প্রতিষ্ঠানের নিম্নমানের লাচ্ছাসেমাই তিনদিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

পণ্যগুলো হচ্ছে: নিউ ঝালকাঠি সল্টের দাদা সুপার আয়োডিন লবণ, কোয়ালিটি সল্টের তিন তীর আয়োডিন লবণ, লাকি সল্টের মদিনা, স্টারশিপ আয়োডিন লবণ, তাজ সল্টের তাজ আয়োডিন লবণ, নূর সল্টের নূর স্পেশাল আয়োডিন লবণ এবং জেদ্দা ফুড ইন্ডাস্ট্রির জেদ্দা লাচ্ছা সেমাই।

বিএসটিআই এর পরীক্ষায় ওই সব পণ্যসহ মোট ৫২টি পণ্য অকৃতকার্য হয়েছে। হাইকোর্টের রিট পিটিশন এর আদেশ বলে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবেশনকারী, পাইকারী ও খুচরা বিক্রেতা এবং গ্রাহকগণকে উক্ত পণ্যসমূহ উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, পরিবহন, সরবরাহ, ক্রয় ও বিক্রয় এবং ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে। একইসাথে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের স্ব স্ব পণ্য গণবিজ্ঞপ্তি প্রকাশের তিন দিনের মধ্যে বাজার হতে প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp