বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখ ঝালকাঠি জেলার রাজাপুর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক সকাল ০৫.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন লেবুবুনিয়া সাকিনস্থ জনৈক কবির খান এর বসত বাড়ীর পশ্চিম পাশে রাস্তার উপর সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের জন্য কতিপয় ব্যাক্তি অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখ আনুমানিক সকাল ০৬.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) আবুল হোসেন তালুকদার আবু (৩০), পিতা- মৃত আনছার আলী তালুকদার, সাং- নৈকাঠি, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী আবুল হোসেন তালুকদার আবু (৩০) এর নিকট হতে ০৪ টি রামদা উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp