বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মেঘনায় ৩ ট্রলারডুবির ঘটনায় ২০ জেলে জীবিত উদ্ধার

ভোলা প্রতিনিধি ::: ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেটে ৩ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২০ জেলে জীবিত উদ্ধার হয়েছে।

এ নিয়ে ৩ ট্রলারের ৫০ জেলে সবাই জীবিত উদ্ধার হলো।

এ ঘটনায় এখন আর কেউ নিখোঁজ নেই।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল রাত ৮ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কোস্টগার্ডের দুটি টিম টহলে গিয়ে জানতে পেরেছে ট্রলারডুবির ঘটনায় সব জেলে উদ্ধার হয়েছেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের যাওয়ার কারণে জেলেরা দুর্ঘটনার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানায়নি। তাই আমাদেরও তথ্য পেতে বিলম্ব হয়েছে। সব জেলে নিরাপদে আছেন।

এরআগে বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মেঘনার চর নিজাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মনপুরার চর নিজাম সংলগ্ন মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন ৩ ট্রলারের ৫০ জেলে। এ সময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার ৩ টি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলে তাৎক্ষণিক উদ্ধার হলেও নয়ন, দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোঁজ হন। ঘটনার পরপরই অন্য ট্রলারের সহযোগিতায় বাকিরা উদ্ধার হয়েছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp