বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

যে দেশে দুটি বিয়ে করা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক :: একটা নয়, বাধ্যতামূলক দুটো করে বিয়ে করা। আশ্চর্যের হলেও এটাই সত্যি। আফ্রিকার ছোট্ট দেশ এরিত্রিয়াতে এমন আইনই বলবৎ করেছে সে দেশের সরকার।
এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে একটা নয় প্রত্যেকটা পুরুষকে অন্তত দুটো করে বিয়ে করতেই হবে।

আরবিক প্রত্যেকটা দেশের মধ্যে এরিত্রিয়াই একমাত্র দেশ যেখানে এমন আইনের কথা বলা হয়েছে। কিছুদিন আগেই ধর্মীয় আইনের মাধ্যমে এই নির্দেশকে মান্যতাও দিয়েছেন গ্রান্ড মুফতি।

 

সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশে পুরুষের আকাল পড়েছে। এর আগে দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে এরিত্রিয়া। ক্রমশ পুরুষশূন্য হয়ে পড়ছে এই দেশ। তাই দেশের স্বার্থেই এই আইন বলবৎ করল সরকার।

প্রসঙ্গত, এরিত্রিয়ার জনসংখ্যা চৌষট্টি লক্ষেরও থেকেও কম। এর এক দিকে রয়েছে সুদান আর ইথিওপিয়া, অন্যদিকে জিবুতি এবং সঙ্গে আরেকদিকে লোহিত সাগর। দেশটি ইথিওপিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র জন্ম হয় ১৯৯৩ সালে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp