বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে আবারও বেড়েছে করোনা শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী এবং মৃত্যুর সংখ্যা কমলেও পিসিআর ল্যাবে আবার বেড়েছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে শেবচিমের করোনা ওয়ার্ডে। সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৫৬ জন রোগী। করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে বিগত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু না হলেও এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন রোগী।

রবিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৬৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন রোগী। একই সময় নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত ৩শ’ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন ১৫৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জন সহ গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২শ’ ৮০ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৬৩ জনের করোনা ছিলো পজেটিভ।

এদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যায়নি। তবে সেখানে সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ৩১ জন রোগী।

অপরদিকে চিকিৎসাধীন রোগী ও মৃত্যুর সংখ্যা কমলেও মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আবার বেড়েছে করোনা শনাক্তের হার। সবশেষ রবিবার রাতের রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজেটিভ হয়েছে। নমুনা পরীক্ষায় গড়ে করোনা শনাক্তের হার ৪৬.৫৬ ভাগ।

এর আগে শনিবারের রিপোর্টে শনাক্তের হার ছিলে ৩৭.৭৫, শুক্রবার ৩০.৮৪, বৃহস্পতিবার ২৮।
গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp